০৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:২৬, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৮:৩৫, ২ অক্টোবর ২০২৫

প্রতিমা বিসর্জন ঘাটে প্রশাসন, নিরাপত্তা জোরদার

প্রতিমা বিসর্জন ঘাটে প্রশাসন, নিরাপত্তা জোরদার

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে বিসর্জন সম্পন্ন করতে ইতোমধ্যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে শহরের ৩ নম্বর মাছ ঘাট পরিদর্শন করেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা প্রতিটি উপজেলা ঘুরে দেখেছি। সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিমাগুলো বিসর্জনের জন্য এখানে আসবে এবং ধর্মীয় রীতি অনুযায়ী সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন করা হবে। পূজা মণ্ডপগুলোর পক্ষ থেকে নতুন ঘাট ব্যবহারের যে দাবি ছিল, তা বাস্তবায়ন করা হয়েছে। আমরা আশা করি, বাকি চাহিদাগুলোও পূরণ করা সম্ভব হয়েছে। আমাদের লক্ষ্য হলো- কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সমাপ্তি।” 

তিনি আরও বলেন, “এই উৎসবে আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের মধ্যে যে বন্ধন ও সম্প্রীতি দেখেছি, সেটিই আসল বাংলাদেশ। প্রতিটি বিসর্জন ঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।” 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, সেনাবাহিনীর কর্মকর্তা মেজর আয়াজ আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ ৬২ বিজিবির পরিচালক লে. কর্নেল খন্দকার সালাউদ্দিন চৌধুরী, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম সাজ্জাদ হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্ত্তিক ঘোষসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

নারায়ণগঞ্জ শহরের ৩ নম্বর মাছ ঘাটে প্রতিমা বিসর্জনের আয়োজন করেছে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন। আয়োজকেরা জানান, জেলায় মোট ২২৪টি মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য ১৩টি ঘাট নির্ধারণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে স্থানীয়ভাবে প্রতিমা বিসর্জন হবে।

সর্বশেষ

জনপ্রিয়