কুতুবপুরের সম্পূর্ণ অংশ নাসিকে অন্তর্ভুক্তির দাবিতে বাসদের সংহতি

অবহেলিত কুতুবপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতায় আনার দাবির প্রতি সংহতি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ফতুল্লা থানা শাখা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সংবাদপত্রে পাঠানো এক যৌথ বিবৃতিতে ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক এম. এ. মিল্টন ও সদস্য সচিব এস. এম. কাদির বলেন, “কুতুবপুর ইউনিয়নবাসী বহুদিন ধরে সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছেন। কিন্তু সম্প্রতি জেলা প্রশাসক কুতুবপুর ইউনিয়নের কেবল আংশিক অংশকে নাসিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির সঙ্গে সাংঘর্ষিক।”
নেতৃবৃন্দ বলেন, “প্রায় পাঁচ লক্ষাধিক জনসংখ্যা ও দুই লক্ষ ভোটারের এই কুতুবপুর ইউনিয়ন নগর জীবনের সব সুযোগ-সুবিধা ভোগ করলেও প্রশাসনিকভাবে অবহেলিত। এখানে রেলপথ, সড়কপথ ও নৌপথ রয়েছে, গড়ে উঠেছে বহুতল ভবন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ প্রয়োজনীয় অবকাঠামো। অথচ জনসংখ্যা ও অবকাঠামোগত দিক থেকে পিছিয়ে থাকা অন্যান্য এলাকাকে পৌরসভা বা সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত করা হলেও কুতুবপুর এখনো বাইরে রয়ে গেছে।”
তারা আরও বলেন, “কুতুবপুর ইউনিয়নের সম্পূর্ণ অংশকে নাসিকে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। আংশিক অন্তর্ভুক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাসদ ফতুল্লা থানা শাখা এই ন্যায়সংগত দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং জেলা প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে।”