মিরপুরে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় বিক্ষোভ সমাবেশ শুক্রবার

মিরপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় দায়ীদের বিচার ও ক্ষতিপূরণের দাবিতে গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলন বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
সংগঠনটি জানায়, গত ১৪ অক্টোবর মিরপুরের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। তারা মনে করে, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং একটি “কাঠামোগত হত্যাকাণ্ড”। অতীতে তাজরীন গার্মেন্টস, রানাপ্লাজা ট্র্যাজেডিসহ বহু ঘটনায় শ্রমিকদের প্রাণহানি ঘটলেও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি বলেও অভিযোগ করেছে সংগঠনটি।
গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়, “শ্রমিকের জীবন কোনো সংখ্যা নয়, প্রতিটি প্রাণ অমূল্য। আমরা নিহতদের পরিবারের ন্যায়সঙ্গত ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা ও দায়ীদের দ্রুত বিচার দাবি করছি।”
গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সমন্বয়ক অঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, ট্রাস্ট শ্রমিক ফেডারেশনের প্রধান সংগঠক এফ. এম. আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুন, এবং শ্রমিক জাগরণ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার ইনচার্জ জেসমিন আক্তারসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।