১২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৩, ১১ অক্টোবর ২০২৫

পরিবেশ দূষণরোধে জিরো টলারেন্সের আহ্বান বাপার

পরিবেশ দূষণরোধে জিরো টলারেন্সের আহ্বান বাপার

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাতে নগরীর বঙ্গবন্ধু সড়কের আলী আহম্মদ চুনকা পৌর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাপার নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এ বি সিদ্দিক।

বাপার কেন্দ্রীয় সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার বক্তব্যে বলেন, “পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে রাজনৈতিক সদিচ্ছা অপরিহার্য। প্রথমে পলিথিন ও প্লাস্টিক দ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজকে পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। বিশ্বে বৃহৎ শক্তিবর্গ যারা পরিবেশ দূষণের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে সভ্যতা বিপন্ন হবে। পরিবেশ দূষণরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।”

অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “নারায়ণগঞ্জে ডেঙ্গুর বিস্তৃতি ও শহরের পরিবেশ নাজুক হওয়ার মূল কারণ পরিবেশ দূষণ। পুনঃচক্রায়ন (রি-সাইকেল) ব্যবস্থা এখনও কার্যকর হয়নি। সিটি করপোরেশন ও প্রশাসনেরও যথাযথ মনোযোগ নেই। শীতলক্ষ্যা নদীও ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, নদীর চারপাশে অবৈধ স্থাপনা বৃদ্ধি পেয়েছে।”

সভায় সাধারণ সম্পাদক তারেক বাবু নারায়ণগঞ্জের ঐতিহ্য তুলে ধরে বলেন, “পরিবেশের সংকটের কারণে শহর দূষিত হচ্ছে। আমরা নারায়ণগঞ্জকে দূষণমুক্ত করার জন্য সকলে মিলিত হয়ে কাজ করব।”

সভা শেষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) নারায়ণগঞ্জের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন তারেক বাবু। সহসভাপতি পদে দায়িত্ব পেয়েছেন জাহিদুল হক দীপু, জিয়াউল ইসলাম কাজল ও মজিবুর রহমান। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুমিত সাহা ও সুলতানা আক্তার। অর্থ সম্পাদক হলেন সাজাহান মোড়ল। এছাড়া কমিটিতে সদস্যরা হলেন: অ্যাডভোকেট এ বি সিদ্দিক, অ্যাডভোকেট আওলাদ হোসেন, সারু ইসলাম, সানোয়ার হোসেন, শহিদুল ইসলাম টিটু, আঃ জব্বার, শরীফ উদ্দীন সবুজ, হাফিজুল হক, জহিরুল ইসলাম মিন্টু, মনি গাঙ্গুলী ও পপী রাণী সরকার।

সর্বশেষ

জনপ্রিয়