১৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৭, ১৬ অক্টোবর ২০২৫

আড়াইহাজারে সংঘর্ষে যুবদল নেতার বৃদ্ধ পিতার মৃত্যু

আড়াইহাজারে সংঘর্ষে যুবদল নেতার বৃদ্ধ পিতার মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬৮ বছর বয়সী বৃদ্ধ বাতেন মিয়া মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এর আগে বুধবার রাত আটটার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় স্থানীয় যুবদলের দু’টি পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হন বাতেন মিয়া। তিনি আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত আব্দুল বাতেন ওই এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে। পেশায় মাছ ব্যবসায়ী বাতেনের ছেলে শাহজাহান মিয়া সাতগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, শাহজাহান মিয়ার সঙ্গে একই এলাকার যুবদল নেতা রেজাউল করিমের পুরোনো বিরোধ রয়েছে। রেজাউল সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি। গত শুক্রবার জুমার নামাজের পর মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে মসজিদে কথা বলেন যুবদল নেতা রেজাউল ও তার ভাই হাসিবুল হক হাসান। এই বক্তব্যকে ঘিরে রেজাউল ও শাহজাহানের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এদিকে, বুধবার রাতে স্থানীয়ভাবে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়েও দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাতেন মিয়াসহ ১০ জন আহত হন। 

নিহত বাতেনের ছেলে শাহজাহানের অভিযোগ, বিনা উসকানিতে রেজাউল করিমের লোকজন তাদের উপর হামলা করে। এতে তার বাবা গুরুতর আহত হন।

এদিকে, বৃহস্পতিবার সকালে শাহজাহানের বাবা মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে।

তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়