ডাকাত সরদারকে ছিনিয়ে নিল সহযোগীরা, আহত ৩ র্যাব সদস্য

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র্যাবের হাতে আটক ডাকাত সরদার সাহেব আলী (৩৮)-কে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় সন্ত্রাসীদের হামলায় র্যাবের ৩ সদস্যসহ ৪ জন আহত হন। আহতদের মধ্যে স্থানীয় রানা নামে একজন বাসিন্দাও রয়েছেন।
ওয়াপদা কলোনি বউবাজার এলাকার বাসিন্দা সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে সাহেব আলী ও তার এক সহযোগীকে আটক করে সাদা পোশাকে থাকা র্যাবের একটি আভিযানিক দল। দুইজন র্যাব সদস্যের পাহারায় তাদেরকে বউবাজার তিন রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে রাখা হয়। এ সময় অন্য র্যাব সদস্যরা তার সহযোগীদের ধরতে অভিযানে গেলে ৮-১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী এসে র্যাব সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং সাহেব আলীকে ছিনিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর সিপিএসসি’র লে. কমান্ডার মো. নাঈম উল হক। তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সদস্যরা সাহেব আলীর অবস্থান নিশ্চিত হয়ে বউবাজার এলাকায় যায়। এ সময় একদল সন্ত্রাসী বাহিনী তাদের ওপর আক্রমণ করে।”