০২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:০১, ১ অক্টোবর ২০২৫

বন্দরে ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় নবীগঞ্জ কবরস্থান রোড এলাকায় তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আল হেলাল মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৩৫) ও সালাউদ্দিন মিয়ার স্ত্রী নাসিমা বেগম (৪৫)। তারা দু’জনই বন্দর থানার ৬৮/১ উইলসন রোড এলাকার বাসিন্দা।

এ ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতদের বুধবার (১ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে বন্দর থানা পুলিশ।
 

সর্বশেষ

জনপ্রিয়