কদমরসুল সেতু বিদ্যমান নকশায় দ্রুত বাস্তবায়নের দাবি

শীতলক্ষ্যা নদীর উপর বহুল আকাঙ্ক্ষিত কদম রসুল সেতুর নির্মাণ প্রকল্প বিদ্যমান নকশা অনুযায়ী দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটির বন্দর শাখার নেতারা। প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
স্মারকলিপিতে তারা বলেন, “আমরা নারায়ণগঞ্জের বন্দর উপজেলার অধিবাসী। শীতলক্ষ্যার উপর কদমরসুল সেতু নির্মাণ বন্দরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ও ন্যায্য দাবি। বর্তমানে সেতুর অভাবে বন্দর উপজেলার সাথে নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের গুরুত্বপূর্ণ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিন হাজার হাজার মানুষকে নদী পারাপারে নৌযানের উপর নির্ভর করতে হয়।
“ফলে যাতায়াতে অযথা সময় নষ্ট হচ্ছে। এছাড়াও, পরিবহন ব্যয় বহুগুণ বৃদ্ধি, জরুরি চিকিৎসা সেবা ব্যাহত, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা ভোগান্তির শিকার, পণ্য পরিবহন ব্যবস্থায় মারাত্মক ক্ষতিসাধরণ এবং নৌ দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন ও পঙ্গু হচ্ছেন।”
তারা আরও বলেন, “সেতুর অভাবে এই অঞ্চলে সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। যা সেতু নির্মাণের প্রয়োজনীয়তাকে আরও জরুরি করে তুলেছে। জনগণের প্রাণের দাবির প্রতি সম্মান দেখিয়ে অনতিবিলম্বে কদমরসুল সেতু নির্মাণ প্রকল্পের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কার্যকর ও আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি। আমরা বিশেষভাবে অনুরোধ করছি যে, প্রকল্পের বর্তমান নকশায় নির্ধারিত র্যাম্পের স্থান অপরিবর্তিত রেখে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হোক। এ সেতু বাস্তবায়িত হলে সদর ও বন্দরের উভয়পাশের বাসিন্দারা উপকৃত হবেন।”
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, নারায়ণগঞ্জ নাগরিক কমিটি বন্দর শাখার সহ-সভাপতি আক্তার পারভিন, অর্থ সম্পাদক জামাল উদ্দিন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোসলেহা বেগম রোজী, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু।