১৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৮, ১৬ অক্টোবর ২০২৫

কুতুবপুরকে সিটিতে অন্তর্ভুক্ত করতে ডিসিকে জামায়াতের স্মারকলিপি

কুতুবপুরকে সিটিতে অন্তর্ভুক্ত করতে ডিসিকে জামায়াতের স্মারকলিপি

নারায়ণগঞ্জ সদর উপজেলার জনবহুল কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জামায়াত নেতারা এই স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, অধ্যক্ষ জাহিদুল ইসলামসহ কুতুবপুর এলাকার স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, “কুতুবপুরকে সিটিতে অন্তর্ভুক্ত করা কুতুবপুরবাসীর বহুদিনের আকাঙ্ক্ষা। স্বৈরাচারী সরকারের দলীয় বাধার কারণে এতদিন তা বাস্তবায়িত হয়নি। এখন আর কোনো বাধা থাকার কথা নয়, তাই কুতুবপুরকে পূর্ণভাবে অন্তর্ভুক্ত করতে হবে।”

এ সময় মাওলানা আবদুল জব্বার বলেন, “যেহেতু ফতুল্লা থানার গোগনগর, কাশীপুর ও ফতুল্লা ইউনিয়নকে সিটিতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে, সেহেতু ঢাকার পার্শ্ববর্তী কুতুবপুর কেন বাইরে থাকবে? কুতুবপুরকে অন্তর্ভুক্ত করে সিটির সকল নাগরিক সুবিধার আওতায় আনতে হবে।”

তিনি আরও বলেন, “কুতুবপুরসহ বক্তাবলী ও আলীরটেক অঞ্চলের যাতায়াত সহজ করতে একটি সেতু নির্মাণ জরুরি। আমরা এসব দাবির কথা জেলা প্রশাসককে জানিয়েছি, তিনি বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন।”

সর্বশেষ

জনপ্রিয়