সোনারগাঁয়ে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মহিউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদে দায়িত্ব পেয়েছেন মুফতি আবু বক্কর কাসেমী।
রোববার (১২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলার লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে এ কমিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ডিআইটি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমলাপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল কাদের, খিলাফত আন্দোলনের সভাপতি আব্দুর রহমান নান্দু মুন্সি এবং সোনারগাঁ থানা খিলাফত মজলিসের সভাপতি হাফেজ আব্দুল আউয়াল।
নবনির্বাচিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। উপদেষ্টা হিসেবে মনোনীত হয়েছেন মুফতি বেলাল (পীর সাহেব সোনারগাঁ) ও মাওলানা উবায়দুল কাদের নদভী। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মাওলানা আব্দুর রাইয়ান, মাওলানা এরশাদুল ইসলাম নানাখী ও মুফতি সাইদুর রহমান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মুফতি নুরুল্লাহ হাশেমী এবং প্রচার সম্পাদক মাওলানা নুরুল হুদা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা কামাল, মুফতি রুহুল আমিন কাসেমীসহ এলাকার প্রখ্যাত উলামায়ে কেরাম।
নবগঠিত নেতারা বলেন, “খতমে নবুওয়াতের আকিদা রক্ষায় ঐক্য, শৃঙ্খলা ও সচেতনতার বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে এই মহান দায়িত্ব পালনে কাজ করবো।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের প্রজ্ঞা ও নিষ্ঠার মাধ্যমে কমিটির কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে নবনির্বাচিত নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়- আল্লাহ তায়ালা যেন তাদেরকে দ্বীনি খেদমতে বরকত দান করেন এবং খতমে নবুওয়াতের পবিত্র দায়িত্ব পালনে শক্তি ও তাওফিক দান করেন।