১৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৮, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ২২:০২, ১৬ অক্টোবর ২০২৫

ডেঙ্গু আক্রান্তদের পাশে জামায়াত

ডেঙ্গু আক্রান্তদের পাশে জামায়াত

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তৃত প্রাদুর্ভাবের মধ্যেই নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত নেতা ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্তদের খোঁজখবর নিতে শুরু করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত জামায়াত নেতা হাফেজ কাউসার এবং শফিউর রহমানের স্ত্রীকে দেখতে যান মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার।

তিনি বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। প্রত্যেককে সতর্কতা অবলম্বন করতে হবে। সিটি কর্পোরেশনের উদাসীনতা ও অবহেলায় রাস্তাঘাট ও ড্রেনে জলাবদ্ধতায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা সিটি কর্পোরেশনকে আহ্বান জানাই, প্রতিটি মহল্লায় আন্তরিকতার সঙ্গে জলাবদ্ধতা নিরসন ও মশক নি ধন ব্যবস্থা কার্যকর করুন।”

এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, শ্রমিক কল্যাণের শহিদুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়