নিরব রায়হানের নেতৃত্বে জাতীয় যুবশক্তির বিজয় র্যালি

৩৬ জুলাই বিপ্লবের ঐতিহাসিক বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি আয়োজন করেছে জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে চাষাড়া বিজয়স্তম্ভ থেকে র্যালিটি শুরু হয়ে হাজীগঞ্জে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ পর্যন্ত গমন করে।
র্যালিতে নেতৃত্ব দেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান। র্যালিতে জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি শেষে নিরব রায়হান বলেন, “আপনারা জানেন, ৫ আগস্ট তথা ৩৬ জুলাই ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরশাসক হাসিনার পতন ঘটে। বাংলার ইতিহাস মুক্ত হয় এক কলঙ্কিত অধ্যায় থেকে। এই দিনটি আমাদের গৌরবের, আনন্দের- এটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা।”
তিনি আরও বলেন, “এই বিজয় সহজে আসেনি। চার বছর বয়সী শিশুও প্রাণ দিয়েছে, ছয় বছরের রিয়া গোপ ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা জীবন দিয়েছে, যাদের রক্ত ও ত্যাগে এসেছে এই বিজয়।”
পরে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। অনুষ্ঠিত হয় দোয়া ও মুনাজাত।
বিজয়ের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নেতাকর্মীরা মিষ্টিমুখ করেন এবং এলাকাবাসীর মধ্যেও মিষ্টি বিতরণ করেন।