০৭ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৪৯, ৪ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:৫১, ৪ আগস্ট ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রম আদালত আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রম আদালত আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেছেন শ্রম আদালত আইনজীবী সমিতি নারায়ণগঞ্জের সদস্যবৃন্দ।

সোমবার (৪ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ কর্মসূচিতে আইনজীবীরা অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদনকালে ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের সময় শহীদ হওয়া ছাত্র, শিক্ষক, শ্রমিকসহ সকল পেশাজীবীর আত্মত্যাগ গভীরভাবে স্মরণ করা হয়।

পরে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শ্রম আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশারফ হোসেন মিটু এবং কার্যকরী পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জাকির হোসেন।

সর্বশেষ

জনপ্রিয়