আড়াইহাজার কৃষি ইনস্টিটিউট শিক্ষার্থীদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম
পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগসহ আট দাবি মেনে নিতে অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে নারায়ণগঞ্জ আড়াইহাজারের কৃষি ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে চলমান সেমিস্টার পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এ আল্টিমেটাম দেন।
এর আগে গত ১৭ ডিসেম্বর পরীক্ষা বর্জনের মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন আড়াইহাজার এটিআই’র শিক্ষার্থীরা। পরে তারা টানা আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা দেওয়া ছাড়াও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন।
রোববারের বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, উচ্চ শিক্ষার সুযোগ প্রদানসহ যৌক্তিক আট দফা দাবি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। গত ২১ এপ্রিল রাজধানীতে ‘ব্লকেড কর্মসূচি’ পালনের সময় কৃষি উপদেষ্টা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলেও গত সাত মাসেও তা হয়নি। ফলে তারা পরীক্ষা বর্জনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হন।
“আমাদের দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সুস্পষ্ট অনিহা রয়েছে। আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করা হলে আমরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি পালনে যাবো। কঠোরতম আন্দোলনের জন্য আমরা প্রস্তুত আছি”, বলেন এক শিক্ষার্থী।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সময় ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন।
আড়াইহাজার উপজেলায় অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। গত ১৭ ডিসেম্বর সকালে ২৪-২৫ সেশনের দ্বিতীয় সেমিস্টার ও দুপুরে ২২-২৩ সেশনের ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা ছিল। তবে, শিক্ষার্থীদের বড় একটি অংশ পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করেন। পরদিন, সকল পরীক্ষার্থীই পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যান।





































