ভূমিকম্প-অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে তোলারাম কলেজে প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি তোলারাম কলেজে “প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয়” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে কর্মশালাটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। এতে অংশগ্রহণ করেন বিএনসিসির সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "সম্প্রতি ভূমিকম্পের পরে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। স্কুল ও কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করছে। ভূমিকম্পের কোন পূর্বাভাস থাকে না। তবে পূর্ব প্রস্তুতি থাকলে আমরা যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে পারি।"

কর্মশালায় ভূমিকম্প পরবর্তী সময়ে উদ্ধার কাজের প্রশিক্ষণ, অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধার ও অগ্নি নির্বাপনের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া বিপদকালীন সময়ে বিচলিত না হয়ে নিরাপদ স্থানে অবস্থানের বিষয়েও আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস এবং ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের কর্মকর্তারা।
কর্মশালা শেষে বিএনসিসি সদস্যরা ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় করনীয় বিষয়ক একটি মহড়ায় অংশগ্রহণ করেন।





































