২৪ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৭, ২৪ নভেম্বর ২০২৫

শহীদদের আত্মত্যাগ স্মরণীয় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: ডিসি

শহীদদের আত্মত্যাগ স্মরণীয় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন: ডিসি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় শহীদ পরিবারের প্রতি পূর্ণ সমর্থন ও সহমর্মিতা জানান তিনি।

সভায় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, “আমি সর্বদা আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে কথা বলতে পারবেন। নিহত পরিবারের সদস্যদের মানসিক কাউন্সেলিংয়ের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়- সেজন্য প্রশাসন সবসময় পাশে থাকবে।”

শহীদ পরিবারের সদস্যরা দ্রুত ফাঁসির রায় কার্যকর করা, শহীদদের কবর সংরক্ষণ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্মৃতিফলক স্থাপন করার দাবি জানান। তারা বলেন, “মামলার কার্যক্রম দ্রুত শেষ হোক এবং কোনো দোষী যেন ছাড় না পায়।”

জেলা প্রশাসক আরও বলেন, “শহীদদের মহৎ আত্মত্যাগ স্মরণীয় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আপনাদের যেকোনো প্রয়োজনে জেলা প্রশাসনের সহায়তা অব্যাহত থাকবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, এনডিসি তরিকুল ইসলাম, শহীদ আদিলের পিতা আবুল কালাম, শহীদ আরমানের স্ত্রী সাবিনা, শহীদ পারভেজের পিতা শহীদুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম, মহানগর আহ্বায়ক মাহফুজ খানসহ শহীদ পরিবারের অন্যান্য সদস্যরা।

সর্বশেষ

জনপ্রিয়