ডেবিডের রুহের মাগফিরাত কামনায় বাবুলের উদ্যোগে দোয়া
প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহাম্মেদ বাবুলের উদ্যোগে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় বাবুলের দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে ডেবিডের কবর জিয়ারত করে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, প্রয়াত ডেবিডের ছোট ভাই ও মহানগর বিএনপি নেতা মাহবুব উল্লাহ তপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউসার আশা, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত যুবদল নেতা মমিনউল্লাহ ডেবিডের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।





































