সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মুজাহিদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিহারী পট্টি সুমিল পাড়া কাউন্সিলর অফিসের সামনে পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার মুজাহিদ বিহারী পট্টি সুমিল পাড়া এলাকার আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করেন। পরে তার হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঘটনার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





































