বন্দরে যৌতুক না পেয়ে দ্বিতীয় বিয়ের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
নারায়ণগঞ্জের বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে স্ত্রী ও দুই সন্তানকে রেখে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে সোহাগ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূ রিনা বেগম বন্দর থানায় স্বামী সোহাগ, শাশুড়ি খুকুমণির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে বন্দর কুশিয়ারা এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে সোহাগের সাথে বন্দর সিরাজদৌল্লা ক্লাব সংলগ্ন এলাকার বিল্লাল হোসেনের মেয়ে রিনা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৬ বছরের এক ছেলে আব্দুল্লাহ এবং ৩ বছরের মেয়ে জান্নাত রয়েছে।
বিয়ের পর থেকেই শাশুড়ি খুকুমণির প্ররোচনায় সোহাগ নানা অজুহাতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ করেছেন রিনা বেগম। সন্তানদের ভরণপোষণ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। রিনা ভরণপোষণ চাইলে শাশুড়ির নির্দেশে সোহাগ তার কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন।
গৃহবধূ অভিযোগ করেন, যৌতুকের টাকা দিতে না পারায় সোহাগ গাজীপুরে শিমু নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন।
গত শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় রিনা বেগম আবার ভরণপোষণ চাইলে সোহাগ ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করে রক্তাক্ত করে। শুধু তাই নয়, স্বামীর অধিকার দাবি করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে এলাকাবাসীর সহায়তায় তিনি বন্দর থানায় অভিযোগ করতে বাধ্য হন।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।





































