২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১০, ২২ নভেম্বর ২০২৫

আপডেট: ২২:১২, ২২ নভেম্বর ২০২৫

ষড়যন্ত্র চলছে, চলবেই, আমরা থামবো না: মান্নান

ষড়যন্ত্র চলছে, চলবেই, আমরা থামবো না: মান্নান

বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “ষষড়যন্ত্র ছিল, আছে, চলবে—কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি এবং রাখব না। ধানের শীষের প্রচারণা তৃণমূলেও জনপ্রিয়তার ঢেউ তুলেছে। দল আমাকে মূল্যায়ন করেছে, যা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আস্থার ভিত্তিতে।”

শনিবার (২২ নভেম্বর) পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মান্নান সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, “বিএনপির দুঃসময়ে আমি নেতাকর্মীর পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি দেয়। ধানের শীষে ভোট দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনটি আমরা উপহার দেব।”

তিনি উল্লেখ করেন, বিএনপির ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা।

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, ধানের শীষের গণজোয়ার কোনো ষড়যন্ত্রেই থামানো যাবে না।

সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়