জিমখানা লেক থেকে যুবকের লাশ উদ্ধার: আসামি লিমন গ্রেফতার
নারায়ণগঞ্জের জিমখানা সংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. লিমন হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১১। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ৮টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন জিমখানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, নিহত রমজান (২৩) চার-পাঁচ বছর আগে বিবাহ করে স্ত্রীকে নিয়ে বন্দর থানার এলাকায় বসবাস করতেন। জিমখানার তানভীর, শাহ আলম বাবু ওরুফে ছোট বাবু, জাহিদ, নাদিম, মো. লিমন হোসেনসহ আরও ১০–১২ জনের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ দেখা দিলে লিমনসহ অন্যরা রমজানকে বিভিন্ন সময় হত্যার হুমকি প্রদান করে। বিষয়টি রমজান তার মায়ের কাছে জানান।
গত ১০ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে রমজান মন্ডলপাড়া ব্রিজসংলগ্ন একটি চায়ের দোকানে চা ও সিগারেট খেতে বের হন। কিন্তু সেদিন রাতে তিনি আর বাসায় ফেরেননি।
পরদিন ১১ অক্টোবর রাত ১২টা ৫ মিনিটে মন্ডলপাড়া জামে মসজিদের মোয়াজ্জিন মো. ইমন লেকের পানিতে একজন পুরুষের ভাসমান লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
পরে বিভিন্ন মাধ্যমে রমজানের মা জানতে পারেন, লেক থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকটি তার ছেলে রমজান। এরপর তিনি লিমনসহ আরও পাঁচজনের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত লিমনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় অন্তত ১১টি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





































