বসুন্ধরা সিমেন্ট কারখানায় উত্তপ্ত কয়লা ছিটকে দগ্ধ ৬ শ্রমিক
নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার রুমে দগ্ধ কয়লা ছিটকে অন্তত ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান জানিয়েছে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, “কারখানা থেকে শুরুতে আমাদের কিছু জানানো হয়নি। পরে খোঁজ পেয়ে যোগাযোগ করা হলে কারখানা কর্তৃপক্ষ জানায় যে, বয়লার রুমে চুল্লিতে কয়লা দেবার সময় উত্তপ্ত কয়লা ছিটকে কয়েকজন শ্রমিকের গায়ে পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে তারা।”
“কয়লা গায়ে ছিটকে পড়লেও আগুন ধরেনি, ফলে তারা আমাদেরকে জানাননি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো যাবে”, যোগ করেন ওই কর্মকর্তা।
আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে বলে রাত নটার দিকে জানান এ হাসপাতালের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি বলেন, “ছয়জনেরই শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।”





































