২০ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৯, ২০ নভেম্বর ২০২৫

অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান

অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে নাসিকের অভিযান

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণে অভিযান পরিচালনা করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু সড়ক, চাষাঢ়া জিয়া হল ও নবাব সলিমুল্লাহ সড়ক বিভাজনে টানানো শতাধিক ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।

নাসিক সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শহরের অলি-গলি, বৈদ্যুতিক খুঁটি, সড়ক বাতি, সড়ক বিভাজন ও গাছের উপর বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুন লাগানো হয়। অভিযানে নাসিক পরিচ্ছন্নকর্মীরা এসব অবৈধ ব্যানার-ফেস্টুন খুলে ফেলেন। পরে অপসারিত ব্যানার-ফেস্টুনগুলো ট্রাক ভর্তি করে নিয়ে যান তারা।

নাসিক কর্তৃপক্ষ জানায়, সিটি কর্পোরেশনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। আগামীদিনেও নির্বাচনী প্রেক্ষাপটে শহরজুড়ে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়