২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:১২, ২২ নভেম্বর ২০২৫

ফাটল ধরা রবিনটেক্সে পুনরায় কম্পন, আতঙ্কিত শ্রমিকদের বিক্ষোভ

ফাটল ধরা রবিনটেক্সে পুনরায় কম্পন, আতঙ্কিত শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে ফাটল ধরা ভবনে কাজ করতে মালিকপক্ষ বাধ্য করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন রপ্তানিমুখী একটি পোশাক কারখানার শ্রমিকরা। কারখানার ভেতরে অন্তত পাঁচটি যানবাহনে বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর চালিয়েছে বলেও জানায় পুলিশ। 

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ভুলতা এলাকায় রবিনটেক্স (বাংলাদেশ) লিমিটেডে এ ঘটনা বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

তিনি বলেন, শুক্রবার ভূমিকম্পে কারখানাটির দুʼটি ভবনে ফাটল দেখা যায়। ভবনটি নিজস্ব প্রকৌশলীদের মাধ্যমে নিরীক্ষণের পর সাময়িক সংস্কার করে শনিবার কর্মস্থলে শ্রমিকদের যোগদানের আহ্বান জানায়। সকাল নয়টার দিকে কারখানায় কর্মীরা যোদগদানও করেন। 

“কাজ করার সময় হঠাৎ কারখানা ভবনে পুনরায় কম্পন অনুভূত হওয়ায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং শ্রমিকরা সব কারখানা থেকে বেরিয়ে আসেন।”

হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কারখানার অন্তত অর্ধশতাধিক শ্রমিক সামান্য আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসাও নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আহতের ঘটনার পর শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে পড়েন। পরে বিক্ষুব্দ শ্রমিকরা কারখানার ভেতরে কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান বলে জানান পুলিশ পরিদর্শক সেলিম বাদশা।

দুপুর পর্যন্ত বিক্ষুব্ধ হাজারো শ্রমিক কারখানাটিতে অবস্থান নিয়ে থাকলেও পরে তারা চলে যান। পরে বিকেলে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, শিল্প পুলিশ, শ্রমিক ও মালিক প্রতিনিধিরা বৈঠকে বসেন।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা বসেছেন। ক্ষতিগ্রস্ত ভবনে কাজ শুরু করা যাবে কিনা এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে। 

ওয়েবসাইটে দেওয়া রবিনটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু সাখাওয়াতের মুঠোফোনের নম্বরে একাধিকবার কল করেও সংযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়