২২ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৬, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৯:৪৯, ২১ নভেম্বর ২০২৫

বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন

বাউল শিল্পী আবুল সরকারের দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন

বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তারের প্রতিবাদে আজ বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এক প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেছে।

মনি সুপান্থর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীনা তাজরীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন লেখক ও শিল্পী রফিউর রাব্বি, সংগঠনের সহ-সভাপতি ধীমান সাহা জুয়েল, সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাউল শিল্পী ফকির শাহজালাল, সাংস্কৃতিক সংগঠন উন্মেষের সভাপতি সুজয় রায় চৌধুরী বিকু, ছড়াকার আহমেদ বাবলু, বাসদের সংগঠক প্রদীপ সরকার এবং সামাজিক সংগঠন সমমনার উপদেষ্টা দুলাল সাহা।

রফিউর রাব্বি বলেন, সরকার ক্রমশ এক শ্রেণির উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রভাবের কাছে জিম্মি হয়ে পড়ছে। তিনি অভিযোগ করেন, তওহিদি জনতার নামে কিছু গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও মানবতা বিরোধী কার্যক্রম চালাচ্ছে। সরকারের নির্লিপ্ততায় এমন কর্মকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বিপন্ন করছে। তিনি আরও বলেন, ধর্মের অপব্যাখ্যা ব্যবহার করে ভিন্নমতকে দমন করা হচ্ছে, যা সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে।

রাব্বি উল্লেখ করেন, সংবিধান রাষ্ট্রের সকল মানুষের চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দিলেও সরকার তা বারবার লঙ্ঘন করছে। বৈষম্যের বিরুদ্ধে সকল মত ও পথের স্বাধীনতা নিশ্চিত করার আকাঙ্ক্ষা নিয়েই ছাত্র-জনতার চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন আজ ধূলিস্যাৎ হতে চলেছে।

সমস্ত বক্তা আবুল সরকারের দ্রুত ও নিঃশর্ত মুক্তি দাবি করেন।

সর্বশেষ

জনপ্রিয়