১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২০, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১৮:৩১, ১০ নভেম্বর ২০২৫

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের নগদ পুরস্কার ঘোষণা

লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের নগদ পুরস্কার ঘোষণা

গত বছরের ৫ আগস্ট লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য জানান । যেখানে বলা হয়, অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহায়তা করলে নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

গত বছরের ৫ আগস্টের সময় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে অস্ত্র লুণ্ঠনের ঘটনা ঘটে। এ অবস্থায় এসব অস্ত্র উদ্ধারে অভিযানও চালাচ্ছে জেলা পুলিশ। তারই অংশ হিসেবে তথ্যদাতাদের উৎসাহিত করতে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

জেলা পুলিশের প্রকাশিত পুরস্কার তালিকা অনুযায়ী- প্রতি গুলি ৫০০ টাকা, পিস্তল ৫০,০০০ টাকা, শর্টগান ৫০,০০০ টাকা, রাইফেল ১,০০,০০০ টাকা, এসএমজি ১,৫০,০০০ টাকা, এলএমজি ৫,০০,০০০ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।  

জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়, অস্ত্র উদ্ধারে সাধারণ নাগরিকদের তথ্য অনেক সময় বড় সহায়ক হয়। আমরা চাই, সবাই যেন নির্ভয়ে তথ্য দিয়ে সহযোগিতা করেন। তাদের নিরাপত্তা ও গোপনীয়তা জেলা পুলিশ নিশ্চিত করবে।

অস্ত্র উদ্ধারে সহায়তার জন্য জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। যোগাযোগের নম্বরগুলো হলো- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস): ০১৩২০-০৯০৩০৩, নারায়ণগঞ্জ সদর মডেল থানা: ০১৩২০-০৯০৩৭৭, ফতুল্লা মডেল থানা: ০১৩২০-০৯০৪০৩, সিদ্ধিরগঞ্জ থানা: ০১৩২০-০৯০৪২৯, বন্দর থানা: ০১৩২০-০৯০৪৫৫, সোনারগাঁও থানা: ০১৩২০-০৯০৫৩৩, রূপগঞ্জ থানা: ০১৩২০-০৯০৪৮১, আড়াইহাজার থানা: ০১৩২০-০৯০৫০৭, জেলা গোয়েন্দা শাখা (ডিবি): ০১৩২০-০৯০৫৫৯, পুলিশ কন্ট্রোল রুম: ০১৩২০-০৯১২৯৮

সর্বশেষ

জনপ্রিয়