১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৩, ১২ নভেম্বর ২০২৫

কলাগাছিয়ায় মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

কলাগাছিয়ায় মাওলানা মঈনুদ্দিন আহমাদের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে নারায়ণগঞ্জ-৫ (সদর আংশিক ও বন্দর উপজেলা) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ বুধবার (১২ নভেম্বর) বিকেলে কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।

এ নির্বাচনী প্রচারণায় সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণসংযোগে মাওলানা মঈনুদ্দিন আহমাদ এলাকার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।

এসময় তিনি এই আসনের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, এলাকার অবকাঠামোগত সমস্যা সমাধান এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন বলেন, “মাওলানা মঈনুদ্দিন আহমাদ জনগণের নিবেদিত সেবক। তার নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে আমূল পরিবর্তন আসবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে ইনশাআল্লাহ।”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াতের আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, মহানগর কর্ম পরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, বন্দর উত্তর থানা আমীর মাওলানা মুফতী আতিকুর রহমান, উপজেলা সেক্রেটারি আরিফুর রহমান, জামায়াত নেতা ডা. শহিদুল ইসলাম, বন্দর ইউনিয়নের সভাপতি মাওলানা বদরুজ্জোদা প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়