১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩০, ১২ নভেম্বর ২০২৫

বন্দরে মাসুদুজ্জামানের গণসংযোগে ব্যাপক সাড়া

বন্দরে মাসুদুজ্জামানের গণসংযোগে ব্যাপক সাড়া

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সমাজসেবক, ক্রীড়া ও শিক্ষানুরাগী মাসুদুজ্জামান মাসুদ মনোনয়ন পাওয়ার পর প্রথমদিনের প্রচারণাতেই ব্যাপক সাড়া পেয়েছেন। বন্দর বাসস্ট্যান্ড থেকে প্রেসক্লাব পর্যন্ত ধানের শীষের বিশাল গণসংযোগে অংশ নিয়ে তিনি যেন নতুন করে প্রাণ ফিরিয়ে আনলেন স্থানীয় বিএনপির রাজনীতিতে। দীর্ঘদিন পর এমন প্রাণবন্ত মিছিল ও স্লোগানে মুখরিত হয়েছে বন্দর এলাকাÑ যা প্রমাণ করে, জনগণ পরিবর্তনের প্রত্যাশায় উন্মুখ।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার বন্দর বাসস্ট্যান্ড থেকে ২২ নম্বর ওয়ার্ডের গণসংযোগ কার্যক্রম শুরু করেন মাসুদুজ্জামান। গত ৩ নভেম্বর দলীয় চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলেন।

দেশে ফিরে গত মঙ্গলবার তিনি নারায়ণগঞ্জ ক্লাবে সংবাদ সম্মেলন করেন। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলা বিভিন্ন অপপ্রচারের জবাব দেন তিনি। পরে যান সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বাড়িতে। সেখানে কালামকে না পেলেও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মাসুদুজ্জামান।

দলীয় মনোনয়ন পাওয়ার পর অনুষ্ঠানিকভাবে প্রথম দিনের প্রচারনায় নামেন তিনি বুধবার দুপুরে। প্রথম দিনেই চমক দেখিয়েছেন তিনি। তাকে অভ্যর্থনা দেওয়ার জন্য সড়কে বিএনপি নেতা-কর্মীদের ঢল দেখা যায়। এলাকায় এলাকায় সাধারণ মানুষেরও সাড়া পেয়েছেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগকে কেন্দ্র করে বন্দর এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় এলাকাগুলো থেকে দলে দলে নেতা-কর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের স্লোগান দিতে দিতে গণসংযোগে যোগ দেন। পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে।

এতে দীর্ঘদিন পর বিএনপির এমন প্রাণবন্ত উপস্থিতি দেখলো বন্দর। এলাকার বাসিন্দাদেরও অনেকে মাসুদুজ্জামানকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। করতালিতে স্বাগত জানান তারা।

মাসুদুজ্জামান বলেন, “জনগণই আমার শক্তি। নারায়ণগঞ্জের মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছে, তা প্রমাণ করে তারা পরিবর্তন চায়। এই আসনকে আমি আবারও গণতন্ত্র ও উন্নয়নের পথে ফিরিয়ে আনবো।”

গণসংযোগে বিএনপির স্থানীয় ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মনোনয়ন পাওয়ার পর এমন গণজোয়ার সৃষ্টি করে বন্দর রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছেন মাসুদুজ্জামান মাসুদ। তার এই গণসংযোগ কেবল প্রচারণা নয়, বরং এটি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে বলছেন তৃণমূলের নেতা-কর্মীরা।

গণসংযোগে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদলের আহ্বায়ক  মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন প্রমুখ।

এছাড়াও গণসংযোগে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।

সর্বশেষ

জনপ্রিয়