১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২২, ১২ নভেম্বর ২০২৫

বন্দরে হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদিনীকে হুমকির অভিযোগ

বন্দরে হত্যা মামলা প্রত্যাহারের জন্য বাদিনীকে হুমকির অভিযোগ

বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার চারজন এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিরা এখনো অধরা। এদিকে পলাতক আসামিরা মামলার বাদিনী ও তার পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে বন্দর থানা প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের কাছে এমন অভিযোগ করেন নিহত আলমগীরের ছোট বোন ও মামলার বাদিনী মোসাঃ কল্পনা বেগম।

তিনি জানান, তার ভাই আলমগীর হোসেন (৪৬) হত্যাকা-ের ঘটনায় তিনি বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ আরও ৭-৮ জন অজ্ঞাতনামা আসামিকে করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

উক্ত মামলার ৫নং আসামি জুয়েল, ৬নং আসামি আনজু, ১৩নং আসামি ফরহাদ ও ১৮নং আসামি রাতুল গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। এর মধ্যে রাতুল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মামলাটি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা পিবিআই তদন্ত করছে।

তবে বাকি আসামিরা- সোহেব (খলিল মিয়ার ছেলে, সালেহনগর), আশরাফুল ওরফে কালু (বড়ৈপাড়া), পারভেজ (মাসুদের ছেলে), রিপন (ফিরোজ আলীর ছেলে), আমির হোসেন (অকিল উদ্দিনের ছেলে), সুমন (বছির উদ্দিনের ছেলে), রোবেল (রমজান মাঝির ছেলে), মনির হোসেন (আব্দুল ছালামের ছেলে), রাসেল (কাশেমের ছেলে), সুমন (কামালের ছেলে) ও রাসেল (মহিউদ্দিনের ছেলে) বাদিনী ও তার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

কল্পনা বেগম বলেন, “ওরা বলছে, মামলা থেকে নাম না কাটালে আমাদের শেষ করে ফেলবে। রাতে বাড়িতে আগুন দেওয়ার ভয় দেখাচ্ছে। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”

তিনি জেলা পুলিশ সুপার ও বন্দর থানার ওসির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়