আড়াইহাজারে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘ককটেল’ সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পায়রা চত্বরে একটি বাস থেকে ছোড়া বস্তুর মাধ্যমে বিস্ফোরণ ঘটনাটি বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন।
এ ঘটনায় ওই বাসের চালককে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে, তাৎক্ষনিকভাবে তাকে আটক দেখানো হচ্ছে না বলে জানিয়েছেন ওসি নাসির উদ্দিন।
তিনি বলেন, “বিস্ফোরণের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, একটি বাস থেকে কিছু ছোড়ার পরই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এটি বিস্ফোরকজাতীয় বস্তু হলেও ককটেল কিনা নিশ্চিত নই। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”
তবে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ালেও কেউ হতাহত হননি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
এর আগে বুধবার ভোরে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা-গাজীপুর সড়কের উপর অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যসহ আওয়ামী লীগের ৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।





































