বিকেএমইএ কার্যালয়ের সামনে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি ও রূপগঞ্জের তারাব এলাকার দুই গার্মেন্টস কারখানার শ্রমিকরা ছাঁটাই প্রত্যাহার, বন্ধ কারখানা চালু ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিকেএমইএ কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিএম নিটেক্স লিঃ ও আলিফ ইন্ড্রাস্ট্রিজ লিঃ এর শ্রমিকরা জানান, মালিক কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে শ্রমিকদের অসন্তোষ সৃষ্টি করে এবং শ্রম আইন উপেক্ষা করে ছাঁটাই ও কারখানা বন্ধ করেছে। পিএম গার্মেন্টসে ৫৩ জন শ্রমিককে অনৈতিকভাবে ছাঁটাই করা হয়েছে। এছাড়াও আলিফ ইন্ড্রাস্ট্রিজে শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করা হয়েছে।
সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ অবিলম্বে বিকেএমইএ ও জেলা প্রশাসনের মাধ্যমে সমস্যা সমাধান এবং শ্রমিকদের স্বাভাবিক উৎপাদন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, অন্যথায় বকেয়া বেতন আদায় ও ছাঁটাইবিরোধী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তৃতায় অংশগ্রহণ করেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নেতারা, পাশাপাশি উক্ত কারখানার শ্রমিকরা।





































