এনসিপির মশাল মিছিল দেখে যুবকের ‘জয় বাংলা’ স্লোগান
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মশাল মিছিল চলাকালে হঠাৎ এক যুবকের সামনে এসে ‘জয় বাংলা’ স্লোগানে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই অজ্ঞাত যুবককে ধরতে মিছিলে থাকা নেতাকর্মীরা দৌড়ে গেলেও শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি প্রতিরোধে মশাল মিছিল বের করে এনসিপি নেতাকর্মীরা।
মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে, হঠাৎ এক যুবক মিছিলের সামনে দাঁড়িয়ে জোরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ সময় এনসিপির নেতা-কর্মীরা তাকে ধাওয়া করলে তিনি মসজিদের গলি দিয়ে ভিতরে এলাকায় পালিয়ে যান। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।
পরে নেতাকর্মীরা পুনরায় মিছিলটি এগিয়ে নিয়ে যান।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান,জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যু্গ্মআহ্বায়ক আমিনুল ইসলাম, সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিব সহ এনসিপি, জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা-কর্মীরা।
এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী বলেন, “মিশনপাড়া এলাকায় মিছিলের পেছনের অংশ থেকে এক ছেলে `আমি জয় বাংলা করি, আমারে কিছু কর`, তখন সেখানে আংাদের মিছিলের কয়েকজন মেয়ে ছিল। তাদের একজন ডাক দিলে আমরা ছেলেটাকে ধরতে যাই। কিন্তু সে দৌড়ে পালালে তাকে পাওয়া যায়নি। পরে আমরা মিছিল শেষ করি।”





































