১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৪, ১২ নভেম্বর ২০২৫

নাসিকের তিন ওয়ার্ডে তরিকুল সুজনের গণসংযোগ

নাসিকের তিন ওয়ার্ডে তরিকুল সুজনের গণসংযোগ

আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিতব্য গণসংহতি আন্দোলনের সমাবেশ ও মাথাল র‌্যালি সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনটি ওয়ার্ডে গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের গণসংহতি আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা তরিকুল সুজন।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এ গণসংযোগে তরিকুল সুজন পথচারী ও দোকানিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন সমাবেশ ও মাথাল র‌্যালিকে সফল করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানান।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন মহানগর সমন্বয়কারী বিপ্লব খান, জেলার যুগ্ম-সমন্বয়কারী আলমগীর হোসাইন আলম, মহানগর সদস্য ফারহানা মানিক মুনা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সহসভাপতি ইউসা ইসলাম, তাইরান আবাবিল রোজা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সহসাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, অর্থ সম্পাদক নিসা ফেরদৌসসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়