১৩ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ১২ নভেম্বর ২০২৫

নাশকতা ঠেকাতে মাঠে থাকবে রাজনৈতিক দলগুলো

নাশকতা ঠেকাতে মাঠে থাকবে রাজনৈতিক দলগুলো

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচীকে ঘিরে নাশকতা ঠেকাতে নারায়ণগঞ্জে সক্রিয় রয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ কর্মসূচী প্রতিহত করতে মাঠে থাকবেন তারা। ইতোমধ্যে শহরে প্রতিরোধ মহড়া, মিছিল করেছেন একাধিক রাজনৈতিক দল। বাকি দলগুলো কর্মসূচী পালন না করলেও বুধবার দিনব্যাপী সজাগ ও প্রস্ততু থাকবে তাদের নেতাকর্মীরা। যেকোনো নাশকতার ঘটনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করবে বলেও জানিয়েছেন তারা। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৩ অক্টোবর জানায়, জুলাই আন্দোলনে সংঘটিত ‘মানবতাবিরোধী অপরাধের ঘটনায়’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখ ১৩ নভেম্বর নির্ধারণ করা হবে। এর পরপরই  সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি এদিন লকডাউন কর্মসূচী ঘোষণা করে আওয়ামী লীগ। এরপর থেকে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেয়া ঘটনা ঘটেছে। 
এ কর্মসূচীকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রতিরোধ কর্মসূচী পালন করেছে একাধিক রাজনৈতিক দল। বুধবার সন্ধ্যা ৭টায় শহরের নবাব সলিমুল্লাহ সড়ক ও বঙ্গবন্ধু সড়কে মহড়া দিয়ে মিছিল করেছে মহানগর বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে রাত ৯টায় শহরে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির জেলা নেতাকর্মীরা।

এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ। লকডাউন কর্মসূচীকে কেন্দ্র করে অতিরিক্ত সদস্য মোতায়েন, জেলার ২৬টি স্থানে চেকপোস্ট স্থাপন, মোবাইল কোর্ট ও যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহদী।

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “এটা একটা ভোগাস কর্মসূচী। আগামীকাল কেউ মাঠে নামবে না। মানুষের মাঝে উদ্বেগ সৃষ্টি করার জন্য একটা স্ট্যান্ডবাজী ছাড়া আর কিছুই না। তাই এটাকে আমরা তেমন গুরুত্ব দিচ্ছি না। তবে যদি এমন কোনোকিছু হয়, সেক্ষেত্রে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত ও সক্রিয় আছে। আমি মনে করি, সাধারণ জনগণই তদের প্রতিহত করবে।”

গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনে আওয়ামী লীগ ছাত্রজনতার উপর গুলি করেছে, তারা গণহত্যাকারী। এবার তারা যদি মনে করে, সাধারণ জনগণের উপর অত্যাচার, নির্যাতন করে ফিরে আসবে, তাহলে সেটা ভুল। এ সমস্ত কর্মসূচী ও কাজ করে বিচারকে বাধাগ্রস্থ করতে পারবে না। আমরা তাদের মধ্যে কোনো অনুশোচনা দেখি না। তাদের পূর্ব কর্মকান্ডে মানুষ ক্ষিপ্ত। যেসব আওয়ামী লীগের কর্মী দেখে আছেন, তাদের প্রতি অনুরোধ আবার সাধারণ মানুষের উপর জুলুম, নির্যাতন করে ক্ষোভ বৃদ্ধি করবেন না। প্রশাসনের কাছে অনুরোধ, যেকোনো মূল্যে যারা জ্বালাই পোড়াও করছে তাদের বিরুদ্ধে একশন নিন।” 

তিনি আরও বলেন, “আমাদের বিশেষ কোনো কর্মসূচী থাকবে না। তবে আমাদের নেকাতর্মীরা সারাদিনে শহরে অবস্থান করবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।”

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী বলেন, “আওয়ামী লীগের লকডাউন কর্মসূচীর প্রতিবাদে রাত ৯টায় মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামীকাল সারাদিন আমরা শহরের বিভিন্ন জায়গায় অবস্থান করবো। যেকোনো ঘটনায় প্রতিরোধ করতে আমাদের নেতাকর্মীরা প্রস্তুত থাকবে।”

মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক অমীত হাসান জানান, বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিরোধে ছাত্র শিবির সাইনবোর্ড ও চিটাগাং রোডে অবস্থান করবে।

নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) বিএনপির মনোনয়নপ্রাপ্ত আজহারুল ইসলাম মান্নান নেতাকর্মীদের নিয়ে রাজপথে অবস্থান করবেন। 

এছাড়া নারায়ণগঞ্জের বিভিন্ন থানায়ও দলগুলো আলাদা আলাদা কর্মসূচি হাতে নিয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়