উৎসব পরিবহনের বাসে অজ্ঞানপার্টির খপ্পরে জবি শিক্ষার্থী
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে উৎসব পরিবহনের বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রসেনজিৎ চন্দ্র (২৫)। অচেতন অবস্থায় তাকে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়া প্রসেনজিৎ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শচীন চন্দ্রের ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু আপন দাস জানান, সকালে বাড়ি থেকে উৎসব পরিবহনের বাসে করে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন প্রসেনজিৎ। পথে বাসের ভেতর অজ্ঞানপার্টির সদস্যদের খপ্পরে পড়ে তিনি অচেতন হয়ে পড়েন।
আপন দাস বলেন, “পরে বাসের কর্মচারীরা গুলিস্তান বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে এসে তাকে নামিয়ে দেয়। তারা প্রসেনজিতের মুঠোফোন থেকে আমাকে কল করে বিষয়টি জানায়। এরপর আমি সেখান থেকে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।”
তিনি আরও জানান, প্রসেনজিতের মুঠোফোনটি থাকলেও মানিব্যাগ ও টাকা খোয়া গেছে। তবে কত টাকা ছিল তা নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইনস্পেক্টর মো. ফারুক জানান, চিকিৎসকদের বরাতে জানা গেছে, প্রসেনজিৎ বর্তমানে মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।





































