সুবিধাবঞ্চিতদের জন্য আমাদের ইস্কুল’র উদ্বোধনে তরিকুল সুজন
সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদানের জন্য ‘আমাদের ইস্কুল’ নামক সামাজিক শিক্ষাঙ্গন উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন কর্তৃক নির্মিত শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন করেছেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন।
জেলা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় এবং সহ-সভাপতি তাইরান আবাবিল রোজার সভাপতিত্বে এই উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে তরিকুল সুজন বলেন, ‘নারায়ণগঞ্জে এমন বহু সুবিধাবঞ্চিত পরিবার আছে যারা শিশুদের পড়াশোনার খরচ যোগাড় করতে অক্ষম কিন্তু বর্তমান সমাজে শিক্ষার কোনো বিকল্প নেই ফলে আমাদেরকে আমাদের সন্তানদের শিক্ষিত করতে হবে যাতে তারা রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। সেই স্বপ্ন নিয়েই ছাত্র ফেডারেশন ‘আমাদের ইস্কুল’ নামের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে যেখানে তারা বিনামূল্যে পাঠদান করবেন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য প্রয়োজনীয় সমস্ত সহযোগিতা নিজেদের সামর্থ্য অনুযায়ী করবেন। তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ছাত্রদের এই মহান উদ্যোগের পাশে এসে দাঁড়াতে।’
ছাত্রনেতা তাইরান আবাবিল রোজা বলেন, ‘আমাদের বহুদিনের স্বপ্ন শিক্ষা-সংস্কৃতি ও মানবিকতার বিনির্মাণে শিশুদের পড়াশোনার চর্চার মধ্যে নিয়ে আসা। বাংলাদেশ ছাত্র ফেডারেশন স্বপ্ন দেখে এই নারায়ণগঞ্জের প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত হওয়ার,আপনাদের প্রতি আহ্বান আপনারাও আমাদের সাথে এই শিশুদের শিক্ষাদানে এগিয়ে আসুন।’
এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি সৃজয় সাহা, সহসভাপতি ইউশা ইসলাম, সহসাধারণ সম্পাদক মৌমিতা নূর, সহসাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, সহসাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস নিসা, প্রচার সম্পাদক স্বপ্নীল শোভন, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মুন্নি আক্তার প্রত্যাশা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, কার্যকরী সদস্য সিয়াম সরকার প্রমুখ।





































