অনার্স-মাস্টার্স শিক্ষার্থীদের জন্য ‘উদ্যোক্তা সামিট’
নারায়ণগঞ্জে অনার্স, ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘উদ্যোক্তা সামিট-২০২৫ নারায়ণগঞ্জ চ্যাপ্টার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের তৃতীয় তলায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) ঢাকা সাউথ জোন আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেওয়া হয়।
আয়োজক সূত্রে জানা যায়, উদ্যোক্তা সেমিনারে জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। আগামী ১১ নভেম্বর সকাল ১০টায় সরকারি তোলারাম কলেজে এ উদ্যোক্তা সামিট অনুষ্ঠিত হবে। ২৫ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে উদ্ভাবনী চিন্তা, নৈতিক ব্যবসা ও টেকসই শিল্পায়নের বিকল্প নেই। তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ক্রমেই বাড়ছে, সেই আগ্রহকে আরও অনুপ্রাণিত করতেই এই আয়োজন।
ঢাকা সাউথ জোনের সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ বলেন, “নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের জন্য নতুন চিন্তা, নেতৃত্ব ও উদ্যোক্তা হওয়ার প্রেরণার এক অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই সামিট। প্রতি বছর অনেক শিক্ষিত যুবক বেকার থেকে যায়। আমরা তাদের ব্যবসা সম্পর্কে ধারণা, প্রশিক্ষণ এবং পরবর্তীতে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য পাশে থাকবো।”
সামিটের মূল উদ্দেশ্য হলো- শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব সৃষ্টি, ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে অনুপ্রেরণা দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা সাউথ জোনের সভাপতি জামাল হোসেন, সেক্রেটারি গোলাম সারোয়ার সাঈদ, ঢাকা জেলা সভাপতি আব্দুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি আব্দুল সাত্তার আনসারী, মুন্সীগঞ্জ জেলা সভাপতি মুজিবুর রহমান, নরসিংদী জেলা সভাপতি আব্দুল জব্বার, জোন সদস্য মাহবুবুল আলমসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা।





































