২২ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৯, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩৬, ২২ অক্টোবর ২০২৫

ঘরে বসে পাবজি খেললে হবে না: ডিসি

ঘরে বসে পাবজি খেললে হবে না: ডিসি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “অভিভাবকরা ছুটছে সন্তান কীভাবে ভালো রেজাল্ট করবে, মেধাবী হবে। তাঁরা ভাবছে না কীভাবে ভালো মানুষ করতে হবে। আপনার সন্তান যদি ভালো মানুষ হতে না পারে, মানবিক হতে না পারে, তাহলে ভালো রেজাল্ট কাজে আসবে না।”

বুধবার (২২ অক্টোবর) বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক খেলাধুলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, “আমরা সবাই প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছি। সন্তানদের প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত করতে হবে। কিন্তু আমাদের ভাবতে হবে পৃথিবীকে কি দিয়ে গেলাম, দেশকে কি দিয়ে গেলাম।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “সময়কে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ঘরে বসে পাবজি খেললে হবে না, মোবাইল নির্ভর হলে চলবে না। মোবাইল রেখে খেলার মাঠে এসে খেলতে হবে। শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নাই।”

তিনি সমাজে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “মাদক সমাজে সর্বত্র ছড়িয়ে পড়েছে। সমাজের বাস্তব চিত্র দেখে আমরা আতঙ্কিত। শিক্ষার্থীদের এসব থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি আমাদের দেশ ও সমাজ পরিবর্তনে সকলে কাজ করতে হবে।”

বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি) নিলুফা ইয়াসমিন এবং ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজা আক্তার।

সর্বশেষ

জনপ্রিয়