ত্বকী স্মরণে একাদশ জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে ‘একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দশ জনকে দেওয়া হবে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকছে বিশেষ বই, ক্রেস্ট ও সার্টিফিকেট। প্রথম স্থান অধিকারীকে দেওয়া হবে ‘ত্বকী পদক ২০২৫’। বিজয়ী প্রথম দশটি লেখা ও চিত্রকর্ম নিয়ে প্রকাশ করা হবে স্মারকগ্রন্থ ‘ত্বকী’।
রচনা প্রতিযোগিতার বিভাগ ও বিষয়: ‘ক’ বিভাগ (৫ম–৭ম শ্রেণি): ‘স্বপ্নের স্বদেশ’ (৩০০ শব্দের মধ্যে) ‘খ’ বিভাগ (৮ম–১০ম শ্রেণি): ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান’ (৬০০ শব্দের মধ্যে) ‘গ’ বিভাগ (কলেজ ও বিশ্ববিদ্যালয়): ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (১৫০০ শব্দের মধ্যে)
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় : ‘ক’ বিভাগ (শিশু–৩য় শ্রেণি): বিষয় উন্মুক্ত ‘খ’ বিভাগ (৪র্থ–৬ষ্ঠ শ্রেণি): বিষয় উন্মুক্ত ‘গ’ বিভাগ (৭ম–১০ম শ্রেণি): ‘ত্বকীর একটি ছবি আঁক’
চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত, তবে কার্টিজ পেপারের ১০x১৫ ইঞ্চি (চার ভাগের এক ভাগ) সাইজে আঁকা বাধ্যতামূলক। প্রতিটি চিত্রকর্মের পেছনে ইংরেজিতে নিজের নাম লিখতে হবে।
লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠাতে হবে ১০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে। খামের ওপর স্পষ্ট অক্ষরে অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর উল্লেখ করতে হবে এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।
লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা:
একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ’২৫
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস.কে. রোড, নারায়ণগঞ্জ।
যোগাযোগ: ০১৭১১৬৯৩৭৫৭, ০১৪০৮৭০৭৭৬৭
ই-মেইল: [email protected]