“জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নারায়ণগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে নগরীর চারুকলা ইন্সিটিউট চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ জেলা এনসিপির সদস্য ফারদিন শেখ, নাঈম উদ্দিন সানি, সদর উপজেলা এনসিপির সদস্য সুফিয়ান, ফয়সালসহ আরও নেতৃবৃন্দ।
চিত্রাংকন প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।