১১ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ১০ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৬.৫২ শতাংশ

নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬৬.৫২ শতাংশ

নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর জেলায় গড় পাশের হার ৬৬ দশমিক ৫২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফল প্রকাশের পর জেলা শিক্ষা অফিস এ তথ্য জানায়। শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর জেলার পাঁচ উপজেলা ও মাদরাসা ও ভোকেশনাল শাখা মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ৩২ হাজার ৯৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২১ হাজার ৯৪৮ জন।

উপজেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, সদর উপজেলায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৩১২ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ৪৪৩ জন। পাশের হার ৬৩ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮২৫ জন।

বন্দর উপজেলায় ৩ হাজার ২১৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৯০৮ জন। পাশের হার ৫৯ দশমিক ৩৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।

সোনারগাঁ উপজেলায় পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৪৫৯ জন। পাশের হার ৬৩ দশমিক ১৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন।

আড়াইহাজার উপজেলায় ৩ হাজার ৬৩ জন অংশগ্রহণ করে পাস করেছে ১ হাজার ৮০৬ জন। পাশের হার ৫৮ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন।

রূপগঞ্জ উপজেলায় ৪ হাজার ৭৯৯ জনের মধ্যে পাস করেছে ৩ হাজার ৫৫৭ জন। পাশের হার ৭৪ দশমিক ১১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২৬১ জন শিক্ষার্থী।

দাখিল পরীক্ষায় জেলার ২ হাজার ৯৫৪ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ২৮৪ জন। পাশের হার ৭৭ দশমিক ৩১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৬ জন। এর মধ্যে সদরে পাস করেছে ৬৬৮ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। বন্দরে ৩২৪ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৬ জন। সোনারগাঁয়ে পাস করেছে ৩০৯ জন, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন। আড়াইহাজারে পাস করেছে ৩০৬ জন, জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন। রূপগঞ্জে পাস করেছে ৬৭৭ জন, জিপিএ-৫ পেয়েছে ১০ জন।

ভোকেশনাল শাখায় জেলার মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৫৮ জন। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৪৯১ জন। পাশের হার ৮৪ দশমিক ৮১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১০৫ জন। এর মধ্যে সদরে পাস করেছে ৫৯৭ জন, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন। বন্দরে পাস করেছে ১২৪ জন, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। সোনারগাঁয়ে পাস করেছে ২৫১ জন, জিপিএ-৫ পেয়েছে ১২ জন। আড়াইহাজারে পাস করেছে ২৩০ জন, জিপিএ-৫ পেয়েছে ২১ জন এবং রূপগঞ্জে পাস করেছে ২৮৯ জন, জিপিএ-৫ পেয়েছে ২৯ জন।

জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান বলেন, “আমরা ফল বিশ্লেষণের ভিত্তিতে উপজেলাভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবো, যাতে আগামী বছরগুলোতে পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়ানো যায়।”

সর্বশেষ

জনপ্রিয়