১৭ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৫, ১৬ জুলাই ২০২৫

শুক্রবারের সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সাংবাদিক সম্মেলন

শুক্রবারের সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলনের সাংবাদিক সম্মেলন

সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং 'জুলাই ঘোষণাপত্র' পাঠের দাবিতে ১৮ জুলাই শুক্রবার ডিআইটি চত্বরের সমাবেশ সফল করতে সাংবাদিক সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এ সাংবাদিক সম্মেলনে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন—জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সহ-সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ ওমর ফারুক, জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি আমান উল্লাহ, এসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ যোবায়ের হোসেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আবদুল হাকিম আদ দিফায়ী, শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলতাফ হোসেন গাজী, জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহীন আদনান।

মুফতি মাসুম বিল্লাহ বলেন, “সমগ্র দেশকে একটি উন্মুক্ত কারাগারে পরিণত করেছিল আওয়ামী স্বৈরাচার বাহিনী। কিন্তু জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পতন ঘটে, মানুষ পুনরায় স্বাধীনতার বাতাস অনুভব করে।”

তিনি আরও বলেন, “সংস্কার, বিচার, সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতি এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে ১৮ জুলাইয়ের সমাবেশে সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানাই।”

সর্বশেষ

জনপ্রিয়