১৬ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০২, ১৫ জুলাই ২০২৫

আইনজীবীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আইনজীবীদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে জেলার প্রবীণ ও নবীন আইনজীবীদের সুস্থতা, দীর্ঘায়ু এবং কল্যাণ কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে এ দোয়ার আয়োজন করেন নারায়ণগঞ্জ জেলা বারের আইনজীবীরা।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সভাপতিত্ব করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. রেজাউল করিম খান রেজা।

অ্যাডভোকেট এম এ মোমেন ও অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান (মাসুম) এর তত্ত্বাবধানে অ্যাডভোকেট এস এম গালিবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট মো. শামসুজ্জামান খোকা, অ্যাডভোকেট মো. রফিক আহমেদ, অ্যাডভোকেট আহসান হাবীব শাহীন, অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম জহির, অ্যাডভোকেট মো. আবুল বাশার, অ্যাডভোকেট মো. শহিদ সারোয়ার, অ্যাডভোকেট বাহাউদ্দীন, অ্যাডভোকেট মো. শাহ আলম খান, অ্যাডভোকেট মো. ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট মো. মতিউর রহমান মতিন, অ্যাডভোকেট মো. নুরুল আমীন মাসুম, অ্যাডভোকেট মো. আনিসুল রহমান মোল্লা, অ্যাডভোকেট কায়সার আলম চৌধুরী টুটুল, অ্যাডভোকেট আক্তার হোসেন, অ্যাডভোকেট মো. আফজাল হোসেন, অ্যাডভোকেট মাসুদা বেগম শম্পা, অ্যাডভোকেট লিজা, অ্যাডভোকেট আলী আজম, অ্যাডভোকেট শামীম, অ্যাডভোকেট মো. মমিন, অ্যাডভোকেট ফাতেমা আখতার পপি প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়