চাষাঢ়ার বাগে জান্নাত মসজিদ মাদরাসা পরিদর্শন মঈনুদ্দিনের

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় অবস্থিত বাগে জান্নাত মসজিদ ও মাদরাসা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ। বুধবার (১৬ জুলাই) সকালে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে মাওলানা মঈনুদ্দিন আহমাদ মাদ্রাসার বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “তোমরাই দেশের ভবিষ্যৎ। তাই মন দিয়ে লেখাপড়া করতে হবে।” তিনি মাদ্রাসার সার্বিক পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রশংসা করেন এবং শিক্ষা কার্যক্রমের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনাও দেন।
এই পরিদর্শনে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, এমন উদ্যোগ মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত করতে সহায়ক হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন, ১২ নম্বর পূর্ব ওয়ার্ডের সভাপতি হাফেজ বিল্লাল হোসাইন, শ্রমিক কল্যাণের শহিদুল ইসলাম, মাওলানা ইলিয়াস, মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও পরিচালকগণ।