ফতুল্লায় দুই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ, মোবাইল কোর্টে জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে তিতাস গ্যাস। মঙ্গলবার (১৫ জুলাই) ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশির।
অভিযানে দুটি স্পটে প্রায় ১০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন অপসারণ করা হয়। জব্দ করা হয় একটি বুস্টার, একটি মোটর এবং একটি হেডার।
প্রথম অভিযান চালানো হয় পূর্ব লামাপাড়ার কাশপিয়ান সোয়েটার লিমিটেড কারখানায়। প্রতিষ্ঠানটি ৩০০ কেজির তিনটি বয়লার এবং একটি ড্রায়ার চালিয়ে প্রায় ১,২০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল। এ অপরাধে গ্যাস সংযোগ কেটে কিলিং করে বিচ্ছিন্ন করা হয় এবং ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
দ্বিতীয় অভিযান চলে একই এলাকার এমকে নীটওয়্যার কারখানায়। এখানে ১,০০০ কেজির তিনটি বয়লারের মাধ্যমে প্রায় ৩,০০০ ঘনফুট গ্যাস অবৈধভাবে ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এই কারখানার সংযোগও বিচ্ছিন্ন করে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ সংযোগ ও গ্যাস অপচয় রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ ও নিয়মিত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সবাইকে বৈধ সংযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।