গোলাম দস্তগীর গাজীর ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইডি।
সংস্থাটি জানায়, সিআইডির অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৮ জুলাই এই সম্পত্তি ক্রোকের আদেশ দেন।
সিআইডির বিজ্ঞপ্তিতে বলা হয়, জোরপূর্বক জমি দখল, কমিশন গ্রহণ, জাল-জালিয়াতি, প্রতারণা, হুন্ডি, আন্ডার ইনভয়েস-ওভার ইনভয়েস ও সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন গোলাম দস্তগীর গাজী। এই অভিযোগে তার নামে থাকা ও ব্যবহৃত সম্পত্তিগুলো ক্রোক করা হয়েছে।
ক্রোক করা সম্পত্তির মধ্যে রয়েছে ৪ হাজার ৮৮০ শতাংশ জমি, যার দলিল মূল্য ১৬ কোটি ৫২ লাখ ৮৪ হাজার টাকা। এ জমির ওপর গড়ে উঠেছে গাজী টায়ারসহ বিভিন্ন অবকাঠামো ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। সব মিলিয়ে স্থাবর সম্পত্তির মোট মূল্য প্রায় ৪০০ কোটি টাকা।
সিআইডি আরও জানায়, অনুসন্ধানে দেখা গেছে, এই সম্পত্তিগুলো ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে অর্জিত হয়েছে। গোলাম দস্তগীর গাজী ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মানি লন্ডারিং ও বিদেশে অর্থ পাচার সংক্রান্ত অভিযোগে অনুসন্ধান চলমান রয়েছে।