গুমের মামলায় র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হবে

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত র্যাবের সাবেক তিন কর্মকর্তাকে কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারা হলেন—র্যাবের তৎকালীন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ, মেজর (চাকরিচ্যুত) আরিফ হোসেন এবং লেফটেন্যান্ট কমান্ডার (চাকরিচ্যুত) এম এম রানা।
সোমবার (১৪ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, গুম-সংক্রান্ত মামলার তদন্তের স্বার্থে তদন্ত সংস্থা এই অনুমতি পেয়েছে। মামলার অন্যতম আসামি হিসেবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নামও উল্লেখ করেছেন তিনি।
তারেক সাঈদ এখন কুমিল্লার কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে আছেন। এম এম রানা আছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার–২–এ। আর আরিফ আছেন কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার–৪–এ। সেখানে তাকে একটি কনডেমড সেলে রাখা হয়েছে বলে জানা গেছে।