০৫ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০১, ৪ জুলাই ২০২৫

রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন

রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড থেকে ডেমরা ব্রিজ পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে সড়কবাতি না জ্বালানো এবং ব্রিজের সংযোগস্থলে রাবার খসে পড়ায় বাড়ছে সড়ক দুর্ঘটনা। এতে মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা। এসব সমস্যা সমাধানের দাবিতে শুক্রবার (৪ জুলাই) বাদ জুমা সামাজিক সংগঠন “শান্তি সংঘ ফাউন্ডেশন” এর উদ্যোগে ডেমরা-সিলেট সড়কের তারাবো এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সন্ধ্যার পর থেকে সড়কটি অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। পর্যাপ্ত আলো না থাকায় চালকরা গাড়ির নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন, ফলে প্রায়শই ঘটে দুর্ঘটনা। এরই মধ্যে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।

তারা বলেন, ডেমরা ব্রিজের সংযোগস্থলে রাবার খসে পড়ায় প্রতিটি গাড়ি ওঠানামার সময় ঝাঁকি খায়। এতে চালকরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং দুর্ঘটনার শিকার হন। এছাড়া সড়কটির বিভিন্ন স্থানে রয়েছে খানাখন্দ ও অবৈধ ট্রাক পার্কিং—যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

মানববন্ধনে বক্তারা পাঁচ দফা দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। দাবিগুলো হল, ১. সড়ক বাতিগুলো দ্রুত মেরামত করে প্রতিদিন নিয়মিত জ্বালাতে হবে। ২. সড়কের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ৩. ব্রিজের সংযোগস্থলে খসে পড়া রাবার পুনঃস্থাপন করতে হবে। ৪. সড়কের ওপর থেকে অবৈধ ট্রাক পার্কিং বন্ধ করতে হবে। ৫. সড়কের বিভিন্ন অংশে থাকা খানাখন্দ দ্রুত সংস্কার করতে হবে

মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তি সংঘ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ সেলিম, আলিফ, আব্দুল্লাহ, আলী আসরাফ, জাবের, সাব্বির, শান্ত, রাসেল, আমিনুল ও জহিরুল প্রমুখ।
 

সর্বশেষ

জনপ্রিয়