শ্যালককে ছুরিকাঘাতে হত্যা, ভগ্নিপতির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় বোনকে মারধরের প্রতিবাদ করায় ভাই হাশেম মোল্লাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে আল আমিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আল আমিনকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আল আমিন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চর কাশিপুর এলাকার জলিল মিয়ার ছেলে। নিহত হাশেম মোল্লা একই এলাকার নূর হোসেনের ছেলে এবং আল আমিনের স্ত্রী পুষ্পা আক্তারের বড় ভাই।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান গণমাধ্যমকে জানান, “আল আমিনের সঙ্গে পুষ্পা আক্তারের বিয়ে হয় এবং তাদের তিনটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই আল আমিন স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার পারিবারিক সালিশ হলেও অবস্থার পরিবর্তন হয়নি।”
২০২২ সালের ২৬ জুলাই রাতে আল আমিন ফের স্ত্রীকে মারধর করলে বড় ভাই হাশেম মোল্লা প্রতিবাদ করেন। এতে আল আমিন ক্ষিপ্ত হয়ে হাশেম মোল্লার বুকে ছুরিকাঘাত করেন। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। পরদিন নিহতের পরিবার ফতুল্লা থানায় মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।