বৃক্ষরোপণের পাশাপাশি গাছের পরিচর্যার আহ্বান আবদুল জব্বারের

“গাছ শুধু রোপণ করলেই হবে না, এটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখতে হবে”— বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা শাখার উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
থানা আমীর আলী আক্কাস রুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, “অক্সিজেন ছাড়া জীবন চলা অসম্ভব, আর তা আসে গাছ থেকেই। কিন্তু আমাদের চারপাশে গাছ কমছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। সুস্থ জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি বেশি গাছ লাগানো জরুরি। প্রতিটি মানুষকে অন্তত দুটি করে গাছ লাগানোর জন্য আমি আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, “গত বছরের জুলাই মাসে দেশে গণহত্যা চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। বিশেষ করে চিটাগাং রোড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড ফাটানো হয়েছিল। কিন্তু তাতেও মানুষকে দমানো যায়নি। সেই দুঃসময় আমরা পার করেছি। আগামীতে যেন দেশ শান্তিপূর্ণ হয়, সেজন্য যোগ্য ব্যক্তি ও দলকে নির্বাচনে বিজয়ী করতে হবে।”
তিনি আরও বলেন, “জামায়াত লোক দেখানো কাজ করে না, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানুষের জন্য কাজ করে।”
বক্তব্যের শেষে তিনি বলেন, “আজকের এই বৃক্ষরোপণ যেন শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থাকে। পাড়া-মহল্লায় যেখানেই সুযোগ হবে গাছ লাগান, পরিচর্যা করুন, অন্যদের উৎসাহিত করুন।”
সভায় আরও উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ পূর্ব থানা নায়েবে আমীর মাওলানা হাবিবুল্লাহ, থানা সেক্রেটারি শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ উত্তর থানা সেক্রেটারি কামরুল ইসলাম রিপন।